স্পোর্টস ডেস্কঃ ভিসা সংক্রান্ত জটিলতায় গতকাল (মঙ্গলবার) এশিয়া কাপ খেলতে দলের সাথে দুবাই যেতে পারেননি দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়। তবে আজ বুধবার (২৪ আগস্ট) ভিসা পেয়েছেন তারা। সন্ধ্যার প্লেনে দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন এই দুই ক্রিকেটার। সন্ধ্যা ৭ঃ২০ ঘটিকার ফ্লাইটে দুবাইয়ে রওয়ানা হয়েছেন তারা।
বৃহস্পতিবার বিকেলে আইসিসি একাডেমিতে প্রথম অনুশীলনে নামবে বাংলাদেশ। এরপর আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।
এদিকে মঙ্গলবার বিকেলে রওনা করে রাতে দুবাই পৌঁছায় বাংলাদেশ দলের মূল বহর। টাইগারদের সাথে দুবাই যাননি প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তবে গেছেন টাইগারদের নতুন টিম কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। গেছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ আর ব্যাটিং কোচ জেমি সিডন্সও।
এশিয়া কাপের স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মুসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদ উল্লাহ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।
*রিশাদ হোসেন (নেট বোলার)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০