নিজস্ব প্রতিবেদকঃ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা।মঙ্গলবার রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে সহজ প্রতিপক্ষের বিপরীতে ৫-০ গোলে জিতেছে স্বাগতিকরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। জোড়া গোল করেন আকলিমা খাতুন। ২২তম মিনিটে লিড পায় বাংলাদেশ। দলের পক্ষে প্রথম গোল করার পর দ্বিতীয়ার্ধে আকলিমা আরেকবার লক্ষ্যভেদ করেন। ওই গোলটি আসে ৬০তম মিনিটে।
প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ৩০তম মিনিটে ব্যবধান বাড়ান শামসুন্নাহার। বিরতির পর আরও দুবার জালের ঠিকানা খুঁজে নেন তিনি। ৫৩তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের স্বাদ নেওয়ার পর ৬১তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন।
বাংলাদেশের জয়ের ব্যবধান হতে পারত আরও বড়। প্রথমার্ধে শাহেদা আক্তার রিপা একটি পেনাল্টি মিস করেন।৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে ওঠা বাংলাদেশ বৃহস্পতিবার ফাইনালে নেপালের মুখোমুখি হবে। এ নিয়ে টানা তিন সাফের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল।
দিনের আগের ম্যাচে চমক দেখিয়ে ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নেপাল। এদিকে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। ৬ পয়েন্ট অর্জন দুইয়ে থাকা নেপালের। ভারত তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে আসর থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০