স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের ছয় নারী ফুটবলার ভুটানের লিগে খেলছেন। এরই মধ্যে তারা ভুটানে পৌঁছে গেছেন। ভুটানের ঘরোয়া ফুটবলের ক্লাব পারো এফসি উষ্ণ অভ্যার্থনা জানিয়েছে নারী ফুটবলারদের। এই ক্লাবটিতে খেলবেন ছয়জন বাংলাদেশী নারী ফুটবলার। দু’জন খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডে।
সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও মাতসুশিমারা থিম্পুতে পৌঁছার পর পারো এফসির কর্মকর্তারা উষ্ণ উভ্যার্থনা জানান তাদের। বাংলাদেশের নারী ফুটবলারদের বরণের ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে পারো এফসি।
২০২২ সালে ভুটানের লিগের চ্যাম্পিয়ন পারো এফসি। আবারো চ্যাম্পিয়নের স্বাদ নিতে শক্তিশালী দল গঠন করেছে ক্লাবটি। সেজন্য বাংলাদেশের অভিজ্ঞ তারকা নারী ফুটবলারদের দলে নিয়েছে তারা। ফেসবুক পোস্টে জানিয়েছে, আবারো চ্যাম্পিয়ন হতে চায় ক্লাবটি।
ফেসবুক পোস্টে পারো এফসি লিখেছে, , ‘আমরা মহিলা জাতীয় লীগে খেলার জন্য ভুটানে চার প্রতিভাবান বাংলাদেশী ফুটবলারকে স্বাগত জানাতে পেরে আনন্দিত! সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা, এবং মনিকা চাকমা পারো এফসি মহিলাদের জন্য অভিজ্ঞতা এবং গুণমানের ভাণ্ডার নিয়ে এসেছেন। পারো এফসি নারী দল ২০২২ সালের চ্যাম্পিয়ন। দুই বছরের বিরতির পর আবার দলটি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে নামছি। আসুন তাদের উষ্ণ অভ্যর্থনা জানাই এবং এই মৌসুমে তাদের নিয়ে উল্লাস করার জন্য প্রস্তুত হই!’
বাংলাদেশের অন্য দুই নারী ফুটবলার গোলরক্ষক রুপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন। তারাও ইতিমধ্যে ভুটানে পৌঁছেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০