শামসুল হক মিলাদ: ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলেন বাংলাদেশের ফুটবলাররা। শুধু ভুটান লজ্জা নিয়ে আসলেন না, সাথে আগামি দুই বছরের জন্য নিজেদের বিশ্রামের ব্যবস্থা তারা করলেন। ব্যর্থ বাফুফে পদ-পবীর একটি সংস্থাই হয়ে থাকলো।
যে ভুটান আগে কখনো বাংলাদেশ হারাতে পারেনি, তারা জয় তো পেয়েছে, সেই সাথে বাংলাদেশের ফুটবলকে পাঠিয়ে দিয়েছে অন্ধকারে। দেশের ফুটবলারদের ব্যর্থতা, বাফুফে কর্মকর্তাদের ব্যর্থতা আর সুষ্টু পরিকল্পনার জন্য বড়ই লজ্জা পেতো হলো বাংলাদেশ। এশিয়ান প্লে-অফের ম্যাচে ভুটানের কাছে হেরে যাওয়ায় এএফসি ও ফিফা স্বীকৃত কোন ম্যাচ আগামি দুই বছর খেলতে পারবে না বাংলাদেশ।
ভুটানের ম্যাচ লিখে দিলো বাংলাদেশের ফুটবল ভাগ্য, দেশের ফুটবল ইতিহাসে রচনা হলো জঘন্যতম এক অধ্যায়। যে ভুটানকে নিয়ে ছেলেখেলা করতো লাল-সবুজের প্রতিনিধিরা, সেই ভুটানই বাংলাদেশ আগামি দুই বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে ‘ছুটি’ দিয়ে ফেরত পাঠাচ্ছে দেশে।
অাশির দশকের ঘটনা, ঢাকা লীগে সাইন করেছেন এক ভুটানি খেলোয়াড়। সেদেশের গণমাধ্যমের প্রধান হেড লাইন ছিলেন সেই খেলোয়াড়। ঢাকার মাঠে ভুটানি খেলোয়াড়, সেদেশের সমর্থকদের জন্য বিরাট কিছু।
দিন পাল্টেছে সাথে ভুটানের, স্বভাব পাল্টায়নি বাংলাদেশের। টার্গেট ফিফার সর্বশেষ র্যঙ্কিনে স্থান নেওয়া। তাতে অবশ্যে সফল বাংলার সোনার ছেলে তথা ফুটবলাররা।
ভুটানের মাঠে প্লে অফ ম্যাচে ৩-১ গোলে হেরে গিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে আগামি দুই বছরের জন্য সরে গেলো বাংলাদেশ।
বাফুফে কর্মকর্তাদের লীক স্বপ্ন এখন ভিশন ২০২২। দেশের ফুটবলের কর্মকর্তরা এখন সুদুর এই ভিশন নিয়েই হয়তো ব্যস্ত থাকবেন।
ভুটান তাদের রুপকথা তথা স্বপ্ন পূরণ করে ফেলেছে। প্রথম বারের মতো বাংলাদেশকে হারিয়ে তাদের স্বপ্ন পূরণ করলো দেশটির খেলোয়াড়রা। অথচ এই ভুটানকেই হেসেঁ খেলে হারাতো বাংলাদেশ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত ম্যাচের শুরুর ৫ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিরতিতে যাবার মিনিট সাতেক আগে বাংলাদেশের জালে অাবারো বল জড়ায় ভুটান। ফলাফল ২-০।
২-০ এগিয়ে বিরতিতে যায় ভুটান। তাতে অবশ্যে বাংলাদেশের দায় আছে। বাংলাদেশের খেলোয়াড়রা গোল মিসের মহড়া না হলে স্কোর লাইনটা অন্যরকম হতো।
বিরতি থেকে ফিরে অবসর নেওয়া ফুটবলার মামুনুলের ফ্রি কিকে মিশুর গোল। তখন অবশ্য সময় কিছুটা বাকি থাকায় অাশায় বুক বেঁধে ছিলেন বাংলাদেশের বক্তরা । অন্তত ড্র করলে পরবর্তী রাউন্ডে উত্তীরণ হবে বাংলাদেশ।
উল্টো ৭৫ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ভুটান অবশ্যে গোলকিপার রাণা সেটি ফিরিয়ে দেন। ৭৮ মিনিটে বাংলাদেশের জালে শেষ পেরেক ঢুকালো ভুটান। আর তাতেই ফলাফল ৩-১।
সেই সাথে আগামী বছর দুয়েকের জন্য অান্তর্জাতিক ফুটবলে প্রাত্য হয়ে পড়লো বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১০৪