ভুল জার্সি পরে ম্যাচ খেলায় শাস্তি পেলেন ঢাকার দুই ক্রিকেটার

0
69

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার মুখোমুখি হয়েছিল ঢাকা ডমিনেটরস ও রংপুর রাইডার্স। ম্যাচটিতে ৫ উইকেটের ব্যবধানে হারে নাসির হোসেনের ঢাকা। ম্যাচ হারের পর দলটির দুই ক্রিকেটার পেয়েছেন শাস্তি।

ভুল জার্সি পরে ম্যাচ খেলায় শাস্তি পান ঢাকার মিজানুর রহমান ও আমির হামজা। আর তাতেই ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে রাখা হয়েছে তাদের। এছাড়া দুজনই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট। বিসিবির আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গের অপরাধেই শাস্তি পাচ্ছেন মিজানুর ও হামজা।

ধারা অনুযায়ী ভুল জার্সি পরে খেলতে নামা লেভেল-১ অপরাধ হিসেবে বিবেচনা করেছে বিসিবি। মাঠে কর্তব্যরত দুই আম্পায়ার আলি আরমান রাজন ও প্রাগিথ রামবুকভেলা এবং টিভি আম্পায়ার ডেভিড মিল্নস রেফারির কাছে অভিযোগ করেন। এরই ভিত্তিতে শাস্তির ঘোষণা দেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ।

ম্যাচে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে ৫ রানের বেশি করতে পারেন নি মিজানুর। আর আমির ৪ ওভার বল করে ২৯ রান খরচায় ১ উইকেট নিয়েছিলেন। মিজানুর ও আমির নিজেদের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here