ভেঙে গেলো পাকিস্তানের মোহাম্মদ আমিরের রেকর্ড

0
92

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের মোহাম্মদ আমিরের বিশ্ব রেকর্ড ভাঙলেন সংযুক্ত আরব আমিরাতের আয়ান খান আফজাল। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড গড়লেন মরুর দেশটির এই অলরাউন্ডার। নেদারল্যান্ডসের বিপক্ষে রোববার বিশ্বকাপ অভিষেক হলো আয়ানের। এর আগে বাংলাদেশের বিপক্ষে গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এই অলরাউন্ডারের।

১৬ বছর ৩৩৫দিন বয়সে বিশ্বকাপের ক্যাপ মাথায় উঠলো আয়ানের। এর আগে ১৭ বছর ৫৫ দিন বয়সে বিশ্বকাপ খেলতে নেমে রেকর্ড গড়েছিলেন আমির। আয়ান আজ ভেঙে দিলেন পাকিস্তানি এই পেসারের রেকর্ড।

টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের তালিকায় প্রথম নাম মারিয়ান ঘেরাসিমের। রোমানিয়ার এই ক্রিকেটার মাত্র ১৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। দ্বিতীয় স্থানে আছেন গ্রিসের আলকিনস মাতানোস।

আরব আমিরাতের আয়ানের জন্ম ভারতের গোয়ায়। পাঁচ বছর বয়সেই বাবার কাছে ক্রিকেটে হাতেখড়ি তার। জন্ম ভারতে হলেও ছোটবেলা থেকেই তিনি পরিবারের সাথে থাকেন মধ্যপ্রাচ্যের দেশটিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here