স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই ২০১৮ লাতিন অঞ্চলে জয়ের মধ্যেই অাছে ব্রাজিল। ভেনুজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
বাংলাদেশ সময় আজ বুবার ১২ অক্টোবরে সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত ম্যাচের প্রথর্মাধের ৯ মিনিটে জেসুসের গোলে এগিয়ে যায় নেইমার বিহীন ব্রাজিল।
প্রথর্মাধে আর কোন গোল না পেলে দ্বিতীয় অর্ধের ৫৩ মিনিটে চেলসি তারকা উইলিয়ানের গোলে ২-০ তে লিড নেয় ব্রাজিল ।
খেলার বাকি সময়ে ব্রাজিল আর কোন গোল করতে না পারেনি। অপর দিকে ব্যাবধান কমাতে পারে নি ভেনুজুয়েলা। ফলে ২-০ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে মাঠ ছাড়ে ব্রাজিল।
১০ ম্যাচ শেষে ৬ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে সেলেকাওদের সংগ্রহ ২১। এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে নেমে গেছে উরুগুয়ে।
ব্রাজিলের পরবর্তী ম্যাচ আগামী মাসে আর্জেন্টিনার বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১৪