ভেন্যু পরিবর্তন হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের

0
36

স্পোর্টস ডেস্কঃ চলছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ। যেখানে ইতিমধ্যেই শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট মাত্র আড়াই দিনে জিতে যায় ভারত। ১৩২ রানের বড় জয়ে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।

এই সিরিজের তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল ধর্মশালায়। তবে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ম্যাচ। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।

মূলত মাঠটি খেলার জন্য উপযুক্ত না। সম্প্রতি হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন মাঠের সংস্কার কাজ করেছে। তবে পুরোপুরি সংস্কার হয়নি। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করতেই এই কাজ। তবে আউটফিল্ডের অবস্থা খুব একটা ভালো নয়।

বিসিসিআইয়ের কর্তারা মাঠ প্রদর্শন করেছেন। তবে সন্তুষ্ট হতে পারেননি তারা মাঠ দেখে। যার ফলে সরিয়ে নেওয়া হচ্ছে ম্যাচের ভেন্যু। এই ম্যাচের ভেন্যু হিসেবে ইন্দোর বা রাজকোটকে বেঁছে নেওয়া হতে পারে। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই। খুব শীঘ্রই বিবৃতি দিতে পারে এই নিয়ে ভারতীয় বোর্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here