স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ যেখানে নিজেদের মাঠে ১০৬ রানেই গুটিয়ে গেছে নিজেদের প্রথম ইনিংসে, দক্ষিণ আফ্রিকা ভেরেইনার বীরত্বগাঁথা সেঞ্চুরিতে থেমেছে ৩০৮ রানে। ২০২ রানের লিড নিয়ে অলআউট হয়েছে সফরকারীররা। বাংলাদেশকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করতে হবে ২০২ রানে পিছিয়ে থেকে।
আজ দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ঢাকা টেস্টর প্রথম দিন ছয় উইকেট হারানো সাউথ আফ্রিকা লিড নিয়েছিলো মাত্র ৩৪ রানের। দ্বিতীয় দিন ভেরেইনা ও মুল্ডারের লড়াকু ইনিংসে ৩০৮ রান তুলে ২০২ রানের লিড নিয়েছে দলটি।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ১০৬ রানে অলআউট কর দিয়ে সোমবারই ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলেই সফরকালীদের ওপেনার এইডেন মার্করামকে সাজঘরে পাঠান হাসান মাহমুদ। দলীয় ৯ রানের মাথায় ব্যক্তিগত ৬ রানে প্যাভেলিয়নে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টা করে প্রোটিয়ারা। স্টাবস ও জোর্জি মিলে তুলে নেন ৪১ রান। দুর্দান্ত বোলিং করা তাইজুল ভাঙেন তাদের জুটি। ইনিংসের ১২তম ওভারের চতুর্থ বলে দলীয় ৫০ রানের মাথায় ২৩ রান করা স্টাবস ফিরেন প্যাভেলিয়নে।
এরপরই দুর্দান্ত হয়ে উঠেন তাইজুল। একে একে ফেরান বাকী চার ব্যাটারকেই। তাইজুলের ৫ উইকেটের দিনে প্রোটিয়ারা ভীষণ সাবধানী ব্যাটিং করে নিয়েছেন লিড। ৩০ রান করেছেন জোর্জি। ২৭ রান করেছেন রিকেল্টন । হাসান মাহমুদের শিকারে পরিণত হওয়ার আগে মুল্ডার দারুণ এক জুটি গড়েছেন ভেরেইনার সাথে। সপ্তম উইকেটে দু’জনে মিলে তুলেন ১১৯ রান। এরপরই দলীয় ২২৭ রানে, ইনিংসের ৬৫তম ওভারের পঞ্চম বলে মুল্ডার সাজঘরে ফেরেন। আটটি চারে ১১২ বলে ৫৪ রান করেছেন তিনি।
মুল্ডার ফিরে গেলেও এক প্রান্ত আগলে রাখেন ভেরেইনা। আদায় করে নেন দুর্দান্ত এক শতক। নবম উইকেটে ডেল পেইটকে নিয়ে গড়েন ৬৬ রানের জুটি। ইনিংসের ৮৭তম ওভারের চতুর্থ বলে দলীয় ২৯৩ রানের মাথায় ৩২ রান করা ডেল পেইটের বিদায়ে ভাঙে তাদের জুটি। ভেরেইনা ১৪৪ বলে আট চার ও দুই ছক্কায় ১১৪ রানের নান্দনিক দায়িত্বশীল ইনিংস খেলে শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। দল থামে ৩০৮ রানে।
বাংলাদেশের হয়ে তাইজুল ৫টি, হাসান মাহমদু ৩টি ও মিরাজ ২টি করে উইকেট লাভ করেন।
টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ছিলেন। সুন্দর একটা সকাল চেয়ে ছিলেন সমর্থকেরা। তবে বাংলাদেশের সেই পুরনো শুরু। বিধ্বস্ত হয়ে, উইকেট হারিয়ে। ঘরের মাঠ, চেনা উইকেট, সহজ প্রতিপক্ষ। বাংলাদেশ দল দাপটের সাথে রাজত্ব করার কথা, সেখানে কিনা ব্যাট হাতে অসহায় টাইগাররা। ঢাকা টেস্টের প্রথম সকালে একে একে ফিরে গেছেন সাদমান, মুমিনুল, নাজমুল, মুশফিকুর রহিমরা। এই ম্যাচেও বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে খেলার সাহস দেখাতে পারেনি। দিন দিন এগিয়ে যাওয়ার বদলে চেনো পিছিয়ে যাওয়ার মিছিলে বাংলাদেশ। অভিষিক্ত জাকেরকে নিয়ে নামা টাইগার একাদশে একমাত্র পেসার হাসান মাহমুদ।
মিরপুরের হোম অব ক্রিকেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই বিদায় ওপেনার সাদমানের। দলীয় ৬ রানে চার বল খেলা এই ওপেনার ব্যক্তিগত রানের খাতা খুলার আগেই ফিরেন প্যাভেলিয়নে। তার বিদায়ের পর উইকেটে নামা অভিজ্ঞ মুমিনুল হকও টিকতে পারেননি বেশিক্ষন। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ১৩ রানের মাথায় প্যাভেলিয়নে ফেরত আসেন তিনি। ৬ বলে করেন মাত্র ৪ রান।
পরপর দু্ই উইকেট হারিয়ে দল যখন চাপে, অধিনায়ক তখন উইকেটে। ব্যাট হাতে নেতৃত্ব দিয়ে দলকে টেনে তুলবেন তিনি, সেই তিনিই ফিরলেন এবার। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলেই বাংলাদেশের তৃতীয় উইকেট নেই। দলের ২১ রানে, ব্যক্তিগ ৭ রানে অধিনায়কব ড্রেসিংরুমে ফেরত আসেন।
চতুর্থ উইকেটে অভিজ্ঞ মুশফিকুর রহিম যোগ দেন। ওপেনার জয়কে নিয়ে জুটি গড়ার চেষ্টা তিনি। তবে তিনিও ব্যর্থ। ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলে দলের রান যখন ৪০ স্পর্শ করে, মুশফিক তখন ফিরে আসেন সাজঘরে। দুই বাউন্ডারিতে ২০ বলে করেন ১১ রান।
পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন জয়। এই ওপেনার টিকে থাকলেও লিটন পারেননি। ইনিংসের ২০তম ওভারের প্রথম বলেই লিটনের বিদায়। ১৩ বলে ১ রান করেছেন তিনি। সকালের প্রথম সেশন শেষ হওয়ার আগেই বাংলাদেশের নেই পাঁচ উইকেট। প্রোটিয়া দুই পেসার মুল্ডার ও রাবাদার তোপে বাংলাদেশ।
লাঞ্চের আগেই বাংলাদেশ ছয় উইকেট হারায়। ২৭তম ওভারের প্রথম বলে দলীয় ৬০ রানে মেহেদী হাসান মিরাজ ফেরেন সাজঘরে। ২৪ বলে ১৩ রান করেন তিনি। ১৬ রানে অপরাজিত থাকেন তাইজুল।
প্রোটিয়াদের হয়ে মুন্ডার, রাবাদা ও মহারাজা ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০