স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের দল। বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় হারের পর শ্রীলঙ্কা ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ জিততেই হবে সাকিবদের। সুপার ফোরে নিজেদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে, ১৫ সেপ্টেম্বর।
তবে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হতে পারে। শ্রীলঙ্কা কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, এই ম্যাচে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, ঝড়ও হতে পারে। ‘ওয়েদার ডটকম’র বরাত দিয়ে ক্রিকেটডটওয়ানের প্রতিবেদনে বলা হয়, কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ।
কলম্বোয় আজ বজ্রপাতসহ ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪ কিলোমিটার। ম্যাচ শুরুর সময় আছে ৬৩ শতাংশ বৃষ্টির শঙ্কা। সন্ধ্যায় সেটা বেড়ে ৭৫ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত যেতে পারে। আর সেটা যদি হয় তাহলে ওয়ানডেতে ফল নির্ধারণে নূন্যতম ২০ ওভারও খেলা হবে না।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশকে তাই এই ম্যাচে খেলতে হবে বাড়তি সতর্কতা আর রানরেটের কথা মাথায় নিয়ে। আর যদি কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, তবে ফাইনালে ওঠার পথটাও অনেকখানি বন্ধ হয়ে যাবে টাইগারদের জন্য। আজ বড় ব্যবধানে জিতে আসরে টিকে থাকতে হবে সাকিবদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০