স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে আগামিকাল বুধবার ভোরে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা।
বুধবার বিশ্বকাপ বাছাইয়ে চলতি বছরের শেষ ম্যাচে কলম্বিয়াকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। পেরুর মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় অনুযায়ী, যথাক্রমে ভোর সাড়ে ৫টা ও সকাল সোয়া ৮টায় ম্যাচ দু’টি শুরু হবে। অন্যদিকে, ভোর সাড়ে ৫টার অপর হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক চিলির মুখোমুখি হবে উরুগুয়ে।
সবশেষ পাঁচবারের দেখায় আর্জেন্টিনার বিপক্ষে একবারও জিততে পারেনি কলম্বিয়া (দুই ড্র ও তিন হার)। হোম ভেন্যুতেই দু’টি ম্যাচ ড্র করে ম্যারাডোনার উত্তরসূরিরা। গত বছরের নভেম্বরে শেষবার মুখোমুখি হয়েছিল দু’দল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে কলম্বিয়ানদের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে আর্জেন্টাইনরা।
পেরুর বিপক্ষে ব্রাজিলের প্রতিশোধ নেওয়ার মিশন! তাদের কাছে হেরেই (১-০) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০১৬ শতবর্ষী কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল সেলেকাওরা। বিশ্বকাপ বাছাইয়ে গত বছরের নভেম্বরে পেরুকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে শেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে এক ড্র ও এক হারের বিপরীতে তিন ম্যাচেই জয় তুলে নেয় ব্রাজিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০