স্পোর্টস ডেস্কঃ নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে লা লিগায় শুভসূচনা করেছে বার্সেলোনা। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে আক্রমণ-পাল্টা আক্রমণ থাকলেও, গোল পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। এরপর অবশ্য লিড নেয় ভ্যালেন্সিয়া। পরে রবার্ট লেভান্ডফস্কির জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।
দলের দারুণ জয়ের ম্যাচে তরুণদের পারফরম্যান্স মনে ধরেছে লেভার। অভিজ্ঞ স্ট্রাইকারের কাছে এই জয় বিশেষ কিছু। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এমন কঠিন স্টেডিয়ামে জয় দিয়ে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ২০-২৫ মিনিট আমরা ভালো খেলতে পারিনি। প্রথমার্ধে ওদের বক্সের কাছাকাছি যেতে আমাদের সমস্যা হচ্ছিল, কিন্তু তারপর আমরা আরও ভালো খেলতে শুরু করি এবং তিন বা চার জন খুবই তরুণ খেলোয়াড়কে নিয়ে আমরা তা করেছি।’
শুরুটা দু’দলেরই গোলের সুযোগ তৈরি করেছিল, তবে ব্যর্থ হয়েছেন। প্রথমার্ধের শেষ মিনিটে সাফল্য আসে ভ্যালেন্সিয়ার। লোপেসের ক্রস থেকে হেডে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড উগো দুরো। শুরুতে অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে গোল পায় স্বাগতিকরা। সমতায় ফিরতে সময় নেয়নি বার্সেলোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে লামিন ইয়ামালের অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন রবার্ত লেভানডফস্কি। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনহা ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট-কিক থেকে নিজের জোড়া পূর্ণ করেন পোলিশ তারকা লেভা। বাকি সময় আরও কয়েকটি সুযোগ পায় বার্সেলোনা, তবে জয়ের ব্যবধান বাড়াতে পারেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০