স্পোর্টস ডেস্ক:: মঈন আলী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। যদিও ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনো খেলার সম্ভাবনা আছে তার। তবে সাবেক এই ক্রিকেটারকে কোচ হিসেবে চাইছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি।
ইসিবির চাওয়া মঈন আলী তরুণ ক্রিকেটারদের তুলে আনবেন, গড়ে তুলবেন। তার নেতৃত্ব, লিডারশিপ গুণ আর ক্রিকেটীয় মেধা কাজে লাগাবেন ইংল্যান্ডের আগামির তারকা গড়ার পেছনে।
ইংলিশ বোর্ড চাইছে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলে যেন থাকেন মঈন। তবে সিপিএল থেকে খেলার প্রস্তাব এসেছে আসায় মঈন আলী ইসিবিকে এখনো তার সিদ্ধান্ত জানাননি।
ব্রিটিশ সংবাদমাধ্যম গুলো জানাচ্ছে, মঈন আলী অবসর জীবনে কোচিং পেশায় আসতে চাইছেন। জীবনের শেষ সময়টাও ক্রিকেটের সঙ্গে থাকতে চাইছনে। তবে সেটা এখনি নাকি আরো কিছু দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার পর হবে সেটা তিনি জানাননি।
ইসিবি চাইছে, প্রয়োজনে মঈন আলী যখন ফ্রি থাকেন তখন যেনো তরুণ ক্রিকেটারদের সাথে কাজ করেন। তার লিডারশিপ স্কিল ও অলরাউন্ডার সত্তার কারণেই ইংল্যান্ড বোর্ডের এমন চাওয়া।
দিন কয়েক আগে নিজের অবসর বার্তায় মঈন বলেছেন, ‘আমার বয়স ৩৭ বছর। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন পরের প্রজন্মের সময়, এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে। আমার অধ্যায় শেষ।’
ব্যাট হাতে ৬৮টি টেস্টে পাঁচ সেঞ্চুরি ও ১৫ হাফ সেঞ্চুরিতে করেছেন ৩ হাজার ৯০ রান। বল হাতে শিকার করেছেন ২০৪ উইকেট। ১৩৮ ওয়ানডে ক্যারিয়ারে তিন সেঞ্চুরি ও ছয় হাফ সেঞ্চুরিতে ২ হাজার ৩৫৫ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১১১টি উইকেট। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-২০তে খেলেছেন ৯২টি ম্যাচ। সাত হাফ সেঞ্চুরিতে করেছেন ১ হাজার ২২৯ রান। বল হাতে শিকার করেছেন ৫১টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০