মঈন আলী ও বেয়ারস্টোর তাণ্ডবে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

0
20

স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক টি-২০ ম্যাচটিতে এলো ৪২৭ রান। এমন বড় রানের ম্যাচটি বিধ্বংসী জনি বেয়ারস্টো ও মাঈন আলীর ব্যাটিং তাণ্ডবে ব্যাটে জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে তাই লিড নিলো স্বাগতিকরা। বল হাতে ৫ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি।

আগে ব্যাট করা ইংল্যান্ড জনি বেয়ারস্টোর বিস্ফোক ইনিংসে ২৩৪ রানের বড় পূঁজি তুলে। মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি এই ইংলিশ ব্যাটার। জবাবে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১৯৩ রানে থামে। ৪১ রানের জয়ে সিরিজে এগিয়ে যায় জস বাটলারের দল।

টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা অবশ্য ভাল হয়নি। দলীয় ২৮ রানেই ফিরে যান অধিনায়ক জস বাটলার। ১৫ বলে মাত্র ৮ রান করেন তিনি। অর্ধশতের আগেই আরেক ওপেনারকে হারায় দলটি। ব্যক্তিগত ৮ রানে ফিরেন জেসন রায়ও। নিয়মিত বিরতিতে উইকেট খুঁয়াতে থাকে দলটি। তবে এক প্রান্ত আগলে রেখে প্রোটিয়া বোলারদের তুলোধুনো করতে থাকেন জনি বেয়াস্টো। তিন চার ও আট ছক্কায় মাত্র ৫৩ বলে ৯০ রানের এক ঝলমলে ইনিংস খেলেন তিনি।

তৃতীয় উইকেটে ডেভিড মালানকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন বেয়ারস্টো। ইনিংসের ১২তম ওভারের শেষ বলে দলীয় ১১২ রানে মালান ফিরে গেলে ভাঙে তাদের জুটি। এক চার ও চার ছক্কায় ২৩ বলে ৪৩ রান করেন এই ব্যাটার। চতুর্থ উইকেটে মঈন আলীকে নিয়ে শতরানের জুটি গড়েন বেয়ারস্টো। মাত্র ৩৭ বলে ১০৬ রান তুলে তারা। ১৮তম ওভারের পঞ্চম বলে ফিফটি করা মঈন আলী ফিরেন সাজঘরে। দুই চার ও ছয় ছক্কায় ১৮ বলে ৫২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬ উইকেটে ২৩৪ রানে থামে।

দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি ৫টি উইকেট লাভ করেন।

২৩৫ রানের টার্গেটে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানো দলটি ৭ রানেই হারায় দ্বিতীয় উইকেট। পরপর ফিরে যান কুইন্টন ডি কক ও রাইলী রুশো। ২২ রান করেন ডি কক। আর দীর্ঘ দিন জাতীয় দলে আসা রাইলী রুশো করেন মাত্র ৪ রান।

তবে ব্যাট হাতে কিছুটা লড়াই করেন ট্রিস্টান স্টাবস ও রিজা হ্যানড্রিকস। ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন স্টাবস। মাত্র ২৮ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন আট ছয় ও দুই চারে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেছেন হ্যানড্রিকস। ৩৩ বলের ইনিংসে তিনি নয়টি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন।

ইংল্যান্ডের হয়ে রিচার্ড ৩টি, আদিল রশিদ ও রিসি টিপলি ২টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here