স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে রোমাঞ্চকর ঘটনাই ছিলো কুমার ধর্মসনো বনাম মঈন আলীর আউট যুদ্ধটা। কুমার ধর্মসেনা যতবার মঈন আলীকে আউট দিয়েছেন ততবারই মঈন আলী রিভিউ নিয়ে বেঁচে গেছেন। এদিন দরুণ এক যুদ্ধ হয়েছে তাদের মধ্যে। মজার এ যুদ্ধ ‘উপভোগ’ করে টুইট করেছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দন অম্বিন।
মঈন আলী মোট পাঁচ বার জীবন পেয়েছেন। তিনবার কুমার ধর্মসেনা আউট দেওয়ার পর রিভিউ নিয়ে, আবার দু’বার বাংলাদেশের রিভিউ’র কারণে। মঈন আলী রিভিউ নিয়ে সফল হয়েছেন, তাকে আউট করতে রিভিউ নিয়ে বাংলাদেশ সফল হয়নি।
পাঁচ বারের মধ্যে তিনবারই সাকিব আল হাসানের আবেদনে এলবিডল্বিউতে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার ধর্মসেনা। তিনবারই রিভিউয়ের সাহায্য নিয়ে নাটকীয়ভাবে বেঁচে যান তিনি। শুরুটা অবশ্য করেছিলেন তাইজুল ইসলাম। কিন্তু তার আবেদনে সাড়া দেননি ধর্মসেনা। অগ্যতা রিভিউয়ের আবেদন করেন অধিনায়ক মুশফিকুর রহিম। শেষেরটা মেহেদি মিরাজের বলে। সেখানেও বিফল হয় বাংলাদেশের নেওয়া রিভিউ আবেদন।
দিনশেষে অবশ্য সেই মিরাজের বলেই ফিরতে হয়েছে মঈন আলীকে। কট বিহাইন্ডের ফাঁদে পড়ার আগ পর্যন্ত তার করা ৬৪ রানই প্রথম দিনে সর্বোচ্চ ব্যক্তিগত।
মঈন আলী-কুমার ধর্মসেনার এই লড়াই দারুণ উপভোগ করেছেন অশ্বিন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও লিখে ফেলেছেন এই ঘটনা নিয়ে!
টুইট করেছেন, ‘ধর্মসেনা-মঈনের যুদ্ধ ভীষণ উপভোগ্য ছিলো। সবগুলো সিদ্ধান্তই অনেক ‘‘ক্লোজ’’ ছিলো।’
টেস্ট ক্রিকেটে প্রথম সেশন থেকে লাঞ্চ পর্যন্ত এতো রোমাঞ্চ দেখেননি বলেও স্বীকার করলেন অশ্বিন। আরেক টুইটে এই কথাটাই তুলে ধরলেন, ‘টেস্টের প্রথম ওভার থেকে লাঞ্চের পর পর্যন্ত এমন উত্তেজনাপূর্ণ কখনই দেখিনি!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০