নিজস্ব প্রতিবেদকঃ দুই ভাগে ভাগ হয়ে রোববার দিবাগত রাতে ও সোমবার সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সাথে যাননি লিটন দাস। এই তারকা ওপেনার পারিবারিক জরুরী কারণ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে দেশে ফিরে এসেছেন।
জাতীয় দলের সাথে যোগ দিতে তিনি কবে যাচ্ছেন ইংল্যান্ডে, সেই নিয়ে স্পষ্ট ধারণা ছিল না। আদৌও যাবেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা ছিল। জানা গেছে লিটনের যাওয়ার সময়। ২ মে, মঙ্গলবার রাতে লিটন উড়াল দিচ্ছেন ইংল্যান্ডের উদ্দেশ্যে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সাথেই লিটন যাবেন বলে জানা গেছে। সেখানে গিয়ে চেমসফোর্ডে দলের সাথে যোগ দিবেন তিনি।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে গেল ৯ এপ্রিল কলকাতা শিবিরে যোগ দেন লিটন। আইপিএলে মাত্র ১টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। দিল্লি ক্যপিটালসের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৪ বলে মাত্র ৪ রান করেন লিটন। উইকেট কিপিংয়েও ব্যর্থ হয়েছিলেন। যার ফলে পরের ম্যাচ থেকেই আর জায়গা হয়নি দলটির একাদশে।
এর মাঝেই ২৯ এপ্রিল, শনিবার কলকাতার ম্যাচ ছিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে। আর সেই ম্যাচের আগের দিন অনুশীলন করলেও, ঠিক তার পরই দেশে ফিরে আসেন পারিবারিক জরুরী কারণ দেখিয়ে। ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত থেকে সরাসরি সেখানে গিয়ে ৫ মে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল লিটনের। তবে এর আগেই দেশে ফিরে আসায়, ঢাকা থেকেই সরাসরি দলের সাথে যোগ দিতে যাচ্ছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post