স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে ভারত। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হারলেন শিখর ধাওয়ান। টস জিতে উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান এবার শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কুইন্স পার্ক ওভালে রান তাড়া করবে ভারত।
চোটের জন্য সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেন নি রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ম্য়াচেও তাঁকে পাবে না শিখর ধাওয়ানের দল। ২৫ বছর বয়সী পেসার আভেশ খান ইতোমধ্যে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন। তিনি এখন পর্যন্ত মোট ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৮টি।
গত ফেব্রুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আবেশের। এবার সেই ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচ দিয়েই ৫০ ওভারের ক্রিকেটে পথচলা শুরু হলো ডানহাতি এই পেসারের। এদিকে উইন্ডিজ একাদশ থেকে বাদ পড়েছেন গোদাকেশ মতি। তার জায়গায় সুযোগ পেয়েছেন হেইডেন ওয়ালশ জুনিয়র।
উইন্ডিজ একাদশ: শাই হোপ, ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, কাইল মায়ার্স, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, আকিল হোসেইন, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, জেডেন সিলস ও হেইডেন ওয়ালশ।
ভারত একাদশ: শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, দীপক হুডা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও আভেশ খান।