মদ্রিচকে নিয়ে আশার খবর শোনালেন আনচেলত্তি

0
56

স্পোর্টস ডেস্কঃ কোপা দেল রের ফাইনালে আগামী ৬ মে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এর আগে আজ (মঙ্গলবার) লা লিগায় ম্যাচ আছে স্পেনের সফলতম ক্লাবটির। রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে মাদ্রিদের দলটি। এই ম্যাচে খেলা হবে তারকা ফুটবলার লুকা মদ্রিচের।

ঊরুর চোটে মদ্রিচের কোপা দেল রের ফাইনালে খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে তাকে নিয়ে এবার আশার কথা শোনালেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, সেরে উঠছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। এর আগে জিরোনার বিপক্ষে চোট পান মদ্রিচ। সেই ম্যাচের পুরোটা খেলতে পারেন নি তিনি।

মদ্রিচের চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘মদ্রিচকে নিয়ে ভালো খবর আছে। এমনটা হতেও পারে যে সে শনিবারের জন্য প্রস্তুত থাকবে।’ এর আগে তিনি বলেছিলেন, ‘জিরোনার বিপক্ষে মদ্রিচ চোট পেয়েছে এবং এখন মাঠের বাইরে থাকবে। তার চোটের অবস্থা এখনও অজানা এবং আমরা জানি না সে কোপার ম্যাচের জন্য ফিট হবে কিনা। আমরা হতাশ এবং আমরা আশা করি গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে সে শিগগিরই সেরে উঠবে।’

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ম‍্যানচেস্টার সিটির মুখোমুখি হবে শিরোপাধারী রিয়াল। প্রথম লেগ হবে আগামী ৯ মে।

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে বেশ পিছিয়ে দুইয়ে আছে রিয়াল। তিনে অ্যাথলেটিকো মাদ্রিদ। আজ রাতে চারে থাকা রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে আনচেলত্তির দল। ম্যাচ হবে সোসিয়েদাদের মাঠে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here