মধ্যরাতে ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

0
9

স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। শনিবার মধ্যরাতে দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় ব্ল্যাক ক্যাপসদের। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় নিউজিল্যান্ড দলকে নিয়ে যাওয়া হয়েছে টিম হোটেলে।

প্রথম দফায় দলের কয়েক জন ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্যরা ঢাকায় এসেছেন। বাকী সদস্যরা রোববার বিকেলে আসবেন ঢাকায়। ইংল্যান্ড সফরে থাকা ক্রিকেটাররা রোববার আসবেন। শুক্রবার শেষ হয়েছে ইংল্যান্ডের সাথে কিউদের সিরিজ।

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে ২১ সেপ্টেম্বর হবে শুরু দুই দলের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্টিত হবে ২৩ সেপ্টেম্বর। সিরিজের শেষ ম্যাচটি হবে ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্টিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।

ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরবে কিউরা। এরপর ভারতে বিশ্বকাপ খেলে পুনরায় বাংলাদেশ সফরে আসবে দলটি। সেই সফরে খেলবে দু’টি টেস্ট। যার প্রথমটি হবে সিলেটে, দ্বিতীয়টি মিরপুরে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here