নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইমড আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে সোমবার এই ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই বিষয়টির পক্ষে-বিপক্ষে তর্ক শুরু করে দিয়েছেন সাবেক বর্তমান ক্রিকেটাররা। প্রথম ইনিংস শেষে এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক।
এবার ম্যাচ শেষে সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, যুদ্ধে আছি এবং আমার দলের জয় নিশ্চিত করার জন্য সিদ্ধান্ত নিতে হতো আমাকে। সেটার জন্য যা করা দরকার, করতে হবে আমাকে। ঠিক নাকি ভুল, এ বিতর্ক থাকবে। তবে যদি এটা নিয়মে থাকে, তাহলে সেই সুযোগ নেওয়ায় আপত্তির কিছু দেখি না।’
ম্যাথিউসকে টাইমড আউট করার পুরো বিষয়টা নিয়ে সাকিব খোলে বলেন এভাবে, ‘আমাদের দলের একজন ফিল্ডার এসে আমাকে বলেছিল যে ‘এখন যদি আপনি আবেদন করেন, তাহলে আউট হবে।’ এরপর আমি আবেদন করি। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করেন, আমি সিরিয়াস কি না, আমি আবেদন তুলে নিতে চাই কি না। আমি বলেছি, ‘না, যদি এটা নিয়মে থাকে এবং যদি আউট হয়, আমি (আবেদন) ফিরিয়ে নেব না।’
এদিকে নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথিউস সেটি হতে পারেননি। উইকেটে গিয়ে তিনি দেখলেন, তাঁর হেলমেটের স্ট্র্যাপে কোনো একটা সমস্যা। সম্ভবত ওটা ছেঁড়াই ছিল। তিনি ড্রেসিং রুমে ইশারা করলেন নতুন হেলমেটের জন্য। অতিরিক্ত খেলোয়াড়ের মাধ্যমে নতুন হেলমেট আনতে কিছুটা দেরি হয়ে গেল। এই সময় ম্যাথিউসের বিপক্ষে ‘টাইমড আউটে’র আপিল করে বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটারদের আপিল ও ক্রিকেটের আইন মেনে ম্যাথিউসকে ‘টাইমড আউট’ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আম্পায়ারদের। অবশ্য এই বিষয় নিয়ে আম্পায়ারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন শ্রীলঙ্কার এই ব্যাটার। একপর্যায়ে বিষয়টা নিয়ে সাকিবের কাছে গেছেন তিনি। কিন্তু সাকিব তাঁকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে বলেন। কিন্তু আম্পায়াররা সিদ্ধান্ত বদলান নি। হতাশায় মাঠ ছাড়তে হয় ম্যাথিউসকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post