স্পোর্টস ডেস্কঃ বুধবার (২২ জুন) ভোররাতে মানুষজন ঘুমিয়ে থাকার সময় আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আঘাত হানে প্রবল এক ভূমিকম্প। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার এবং ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।
এই ভূমিকম্পে আফগানিস্তানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া এতে প্রায় ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্যোগের সময়ে আফগান জনগনদের জন্য সমবেদনা জানালের দেশটির তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নবী লিখেন, ‘গত রাতের তীব্র ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে দুঃখের কথা শেয়ার করলাম। আল্লাহ সকল ক্ষতিগ্রস্তদের ক্ষমা করুন, আহতদের দ্রুত সুস্থতা দান করুন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।’
‘ক্ষতিগ্রস্থ দেশবাসীর এই সময়ে আমাদের সমর্থন প্রয়োজন। অতএব, আশা করি সকল বিত্তবান দেশবাসী, পেনশনার ও সংশ্লিষ্ট দাতব্য সংস্থা ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্য করে এই ভয়াবহ দুর্যোগ থেকে উত্থাপিত করবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০