মন পুরোপুরি ভালো নেই জাম্পার

0
17

স্পোর্টস ডেস্কঃ  চলতি বিশ্বকাপে প্রথম জয়ের হাসি হাসল অস্ট্রেলিয়া। সোমবার শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে অজিরা। লখনৌতে ২১০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ফিফটি হাঁকিয়েছেন মিচেল মার্শ ও জস ইংলিশ। তাতে ৮৮ বল হাতে রেখে বড় জয় পেয়েছে প্যাট কামিন্সের দল।

অস্ট্রেলিয়ার হয়ে বল সর্বোচ্চ ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। এই তিন বোলার মিলেই শ্রীলঙ্কার ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন। লেগ স্পিনে দ্যুতি ছড়িয়ে ম্যাচ সেরা হয়েছেন জাম্পা। বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার সেরার পুরস্কার জিতেছেন এই স্পিনার।

৮ ওভারে ৪৭ রানে ৪ উইকেট নেন জাম্পা। ৮৮ ম‍্যাচের ক‍্যারিয়ারে কেবল দ্বিতীয়বারের মতো জিতলেন ম‍্যাচ সেরার পুরস্কার। এর আগে গত মার্চে ভারতের বিপক্ষে প্রথমবার জিতেছিলেন ওয়ানডেতে ম্যাচ সেরার পুরস্কার। সেই ম্যাচও ছিল ভারতের মাঠে। এবারও জাম্পা সেরা হলে ভারতের মাটিতে।

ম্যাচ সেরার পুরস্কার জেতা জাম্পা বলেছেন, ‘সত্যি বলতে, আমি ভালো বোধ করছিলাম না। কারণ, আমার পিঠের মাংসপেশিতে আড়ষ্টতা অনুভব করছি। কয়েক দিন ধরে এটা নিয়েই খেলছি। আজ আমি কিছুটা ভালো বোধ করেছি, বলও তুলনামূলকভাবে ভালো করেছি।’

নিজের পারফরম্যান্স জানতে চাইলে জাম্পা বলেছেন, ‘আগের ম্যাচে আমার মনে হয় আমি আরও ভালো করতে পারতাম। দলে আমার কাজ হচ্ছে মাঝের ওভারগুলোতে উইকেট নেওয়া। আগের ম্যাচে সেটা করতে পারিনি এবং শেষের দিকের বোলাররা চাপে পড়েছে। আজ জিততে পারাটাও দারুণ ছিল। উইকেট নেওয়ার লক্ষ্যেই আজ মাঠে নেমেছিলাম, এ জন্য কিছু রান দিতে হলেও আপত্তি ছিল না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here