স্পোর্টস ডেস্কঃ গত শুক্রবার মরক্কোতে আঘাত হেনেছে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল হাই অ্যাটলাস পর্বতশৃঙ্গ। মারাক্কেশ শহর থেকে যা ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মরক্কো। এখন পর্যন্ত ২২০০ এরও বেশি মানুষ মারা গেছেন। সেইসঙ্গে আহতের সংখ্যাও দুই হাজার ৪০০ ছাড়িয়েছে। খবর আল জাজিরার।
এদিকে বিপর্যস্ত মরক্কোর প্রতি সমবেদনা জানিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড লিখেছেন, ‘মরক্কোতে দুর্ঘটনার শিকার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতরা যেন খুব দ্রুতই সেরে ওঠেন।’
এদিকে নিজ দেশে এমন ভয়াবহ দুর্যোগে সবার সাহায্য চেয়েছেন মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। পিএসজিতে খেলা এই তারকা টুইট করেছেন, ‘আপনাদের সাহায্য এই মুহূর্তে খুবই দরকার। এই কঠিন পরিস্থিতিতে রক্তদান গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রক্ত দিয়ে যত সম্ভব মানুষের প্রাণ বাঁচানোই এখন দায়িত্ব।’
এদিকে বিপর্যস্ত মানুষদের আশ্রয়ে মরক্কোতে অবস্থিত নিজের হোটেল খুলে দিয়েছেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই খবরটি নিশ্চিত করেছে বেশ কয়েকটি ইউরোপীয় গণমাধ্যম। মরক্কোয় আল নাসরের তারকার মালিকানাধীন হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ। যা দেশটির মারাক্কেশ শহরে অবস্থিত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post