স্পোর্টস ডেস্কঃ ইউরোপা কনফারেন্স লিগের প্রথম আসরের শিরোপা জিতেছে এএস রোমা। বুধবার রাতের ফাইনালে তারা হারিয়েছে ফেইয়েনুর্ড রটারডামকে। শিরোপা নির্ধারণী ম্যাচে ১-০ গোলে ডাচকে ক্লাব্লে হারিয়ে শিরোপা জিতে নেয় ইতালির ক্লাবটি। আলবেনিয়ার তিরানা শহরের এয়ার আলবানিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের ৩২ মিনিটে গোল করেন নিকালো জানিওলো।
এ জয়ে রেকর্ড গড়েছেন রোমা কোচ হোসে মরিনহো। প্রথম কোচ হিসেবে তিনি জিতলেন চ্যাম্পিয়ন্স ট্রফি, ইউরোপা লিগ, উয়েফা কাপ ও কনফারেন্স লিগ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৫টি ফাইনাল খেলে ৫ বারই মাঠ ছাড়লেন ট্রফি নিয়ে।
ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ হিসেবে তিনি জিতলেন ৫টি ইউরোপিয়ান ট্রফি। এবারের আগে পোর্তোর কোচ হিসেবে তিনি জিতেছিলেন উয়েফা কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ, ইন্টার মিলানকে এনে দেন চ্যাম্পিয়ন্স লিগ, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জেতেন ইউরোপা লিগ।
কনফারেন্স লিগ জিতে ৬১ বছর পর রোমা কোনো ইউরোপিয়ান শিরোপা দখল করল। এর আগে সবশেষ ১৯৬১ সালে ফেয়ার্স কাপের শিরোপা জিতেছিল তারা। শুধু তাই নয়, রোমার কোচ মরিনহোও এই শিরোপা জিতে অনন্য মর্যাদা অর্জন করেছেন। তিনিই একমাত্র কোচ যিনি চারটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে ইউরোপিয়ান শিরোপা জেতার নজির স্থাপন করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০