মাইফল ফলকের ম্যাচে টস জিতলেন সাকিব আল হাসান

0
53

স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে আফাগিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক।

এশিয়া কাপে আজই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে।

আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ জিতেই এশিয়া কাপ মিশন শুরু করতে চায়। আফগানদের হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে এশিয়া কাপের সুপার ফোর। আজকের ম্যাচটি বাংলাদেশ অধিনায়কের জন্য মাইলফলকের ম্যাচ। আন্তর্জাতিক টি-২০টিতে সাকিব শততম ম্যাচটি খেলতে নামছেন শারজায়।

বাংলাদেশ একাদশ:: মোহাম্মদ নাইম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ:: হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, করিম জান্নাত, নাজিবুল্লাহ জর্দান, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল- হক, মুজিবুর রহমান, ফজলে ফারুকী।

এসএনপিস্পোর্টষটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here