মাইলফলকের রাতে বিসিবির দেওয়া সম্মান স্মারক গ্রহণ করেননি সাকিব!

0
57

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডকে তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ৫০ রানে হারায় বাংলাদেশ দল। আর সেই ম্যাচে সাকিব আল হাসান দেখান নিজের অলরাউন্ডিং নৈপুণ্য। ব্যাটে-বলে পারফর্ম করে ইংল্যান্ডকে দিয়েছেন হারের তিক্ততা।

ব্যাট হাতে দলের বিপদের সময় একা হাতেই লড়েছেন। খেলেন জার্সির নম্বর অনুযায়ী ঠিক ৭৫ রানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ রানের সেই ইনিংসটি সাজানো ছিল ৭১ বলে ৭ বাউন্ডারিতে। তাঁর ব্যাটে ভর করেই মূলত লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা।

এরপর বল হাতেও দেখিয়েছেন স্পিন ভেলকি। ১০ ওভারে ৩৫ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এদিন। দেশের একমাত্র বোলার হিসেবে এই কীর্তি সাকিবের। আর সব মিলিয়ে ওয়ানডেতে ১৪তম ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট নিয়েছেন।

এমন দারুণ অর্জনের পর সাকিবকে সম্মান জানাতে চেয়েছিল বাংলাদেশি ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্মারক হিসেবে একটি ক্রেস্ট তুলে দিতে চেয়েছিল বিসিবি। কিন্তু সেটি গ্রহণ করতে অস্বীকার করেন সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডার নিজের নাম ঘোষণা করতে মানা করে দেন।

তবে ঠিক কারণে এমনটা, তা জানা যায়নি এখন পর্যন্ত। বিসিবির পক্ষ থেকে পরবর্তীতে সেই সম্মান স্মারক তুলে দেওয়ার চেষ্টা করা হবে সাকিবকে। কিন্তু সাথে সাথে যখন নেননি, সেটা পরবর্তীতে সাকিব নেবেন কিনা, সেই প্রশ্নও থেকে গেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here