নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে দারুণ ব্যাট করেছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। মিরপুরে আজ (বুধবার) শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৮ বলেই তুলে নেন ফিফটি। এরপরও চালিয়ে গেছেন নিজের ব্যাটিং দ্যুতি। সাবলীল ব্যাটিংয়ে ১১৮ বলেই পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। মাইলফলক স্পর্শ করে করেছেন বাঁধভাঙা উল্লাস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যাটে চুমু খেয়ে তার এমন বিশেষ উদযাপনের আসল রহস্যটা। কারণ হিসেবে এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘রান যখন করি না, তখন তো করতে পারি না। রান করার পর মন চায় উদযাপন করতে, এজন্য করি। এটা কারো উদ্দেশ্যে না। আমার নিজের ভালো লাগার জন্য করি।’
নিজের অনুশীলন এবং পরিশ্রমের উপর বিশ্বাস রেখে শান্ত বলেন, ‘পার্থক্য কোনো কিছুই নেই। আমি সবসময় বিশ্বাস করতাম আমার অনুশীলনের ধরন বা কতটুক কঠোর পরিশ্রম করছি বা কোন জিনিসটা করা দরকার। আমার ওই বিশ্বাস ছিল যে ঠিকভাবে এগোচ্ছি, অনুশীলনে এফোর্টটা ঠিকভাবে দিচ্ছি। কিন্তু ফল আসছিল না। অবশ্যই যখন রান করবো না তখন তো একটা খারাপ লাগা কাজ করেই।’
এদিকে আন্তর্জাতিক অঙ্গনে কোনো বোলারই দুর্বল নয় বলে জানিয়েছেন শান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমি যতটুকু খেলেছি, কাউকেই দুর্বল মনে হয়নি। প্রত্যেক দলের সঙ্গেই কষ্ট করে রান করতে হয়েছে। আর ওরাও তো পরিকল্পনা করেই বোলিং করেছে। আমি যে আউটটা হয়েছি, অবশ্যই আমার ভুল ছিল। কিন্তু সে তো পরিকল্পনা করেই বোলিং করেছে। কোনো দলের বিপক্ষেই সহজভাবে রান করা যায় বলে আমার মনে হয় না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post