স্পোর্টস ডেস্কঃ অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন জেমস অ্যান্ডারসন। ধর্মশালা টেস্টে ৭০০ উইকেটের মালিক হয়েছেন এই পেসার। টেস্ট ক্রিকেটের তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন অ্যান্ডারসন। ৬৯৮ উইকেট নিয়ে ধর্মশালা টেস্ট খেলতে নেমেছিলেন অ্যান্ডারসন। এরপর ছুঁয়েছেন রেকর্ড। মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্নের পর তৃতীয় সর্বোচ্চ উইকেট এখন তাঁর।
অবশ্য ৭০০ উইকেটের মাইলফলক ছোঁয়া নিয়ে অ্যান্ডারসন বললেন, ‘উদযাপনের কিছু নেই’! বিবিসির ‘টেলএন্ডার’ পডকাস্টে আলাপচারিতায় মঙ্গলবার তিনি বললেন, মাইলফলক ছোঁয়া নিয়ে তার চেয়ে বেশি উচ্ছ্বসিত ছিলেন তার বাবা। অ্যান্ডারসন বলেন, ‘সুন্দর একটি মুহূর্ত ছিল এবং ছবির মতো সুন্দর একটি মাঠে এটি করতে পারা দারুণ ব্যাপার। আমার বাবাও এখানে ছিলেন, আমরা একসঙ্গে পান করেছিলাম, দারুণ ছিল। তিনি আমার চেয়ে বেশি রোমাঞ্চিত ছিলেন। যদি আমরা ম্যাচটি বা সিরিজ জিততাম, তাহলে হয়তো আমি আরও রোমাঞ্চিত বোধ করতাম। দীর্ঘ একটা সিরিজ ছিল, বুঝতে পারছি না আমি কেমন অনুভব করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post