নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারাল বাংলাদেশ। শুক্রবার চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টি ম্যাচ যদিও হেরে বসে টাইগাররা। তবে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় সাকিব আল হাসানের দল।
আজ ম্যাচ হারের পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীদের নগদ অর্থ হাতে তোলে দিয়েছেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর তিনি জিতেছিলেন এক লাখ টাকা। সেই পুরষ্কারের টাকা মাঠকর্মীদের মাঝে ভাগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিবের ঘোষিত সেই অর্থ হাতে পেয়েছেন সাগরিকা স্টেডিয়ামের মাঠকর্মীরা। মোট ২৬ জন মাঠকর্মীকে সাড়ে সাত হাজার টাকা করে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা তুলে দেন জহুর আহমেদ স্টেডিয়ামের সহকারী কিউরেটর জাহিদ রেজা বাবু।
নগদ সেই অর্থ ম্যাচ শেষে নিজে হাতেই সাকিব বুঝিয়ে দেন কিউরেটর বাবুর কাছে। মাঠে সেই টাকা বন্টনও করে দিয়েছেন তিনি। এ সময় সাকিব বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ছিলেন। পুরষ্কার পেয়ে মাঠকর্মীদের অনেক হাসিখুশি দেখা যায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post