স্পোর্টস ডেস্ক:: দুবাইয়ে শুরু হচ্ছে এশিয়া ক্রিকেটের মেগা আসর এশিয়া কাপ। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্ক, ভারত ইতিমধ্যে এশিয়া খেলতে দুবাইয়ে পৌঁছে গেছে। শেষ মুহূর্তের প্রস্তুতুি সারছে দলগুলো।
দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন এশিয়ার তারকারা। সেখানেই অনুশীলনের সময় জামাতে নামাজ আদায় করলেন পাকিস্তান ও আফগানিস্তান দলের ক্রিকেটাররা। প্রায় সময়ই এই দুই দেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ চলাকালেও মাঠের পাশে নামাজ পড়তে দেখা যায়।
ধর্মপ্রাণ মুসলমান অধ্যুষিত পাকিস্তান ও আফগানিস্তান। সেখানকার ক্রিকেটাররাও তাই নিয়মিত নামাজ আদায় করেন। এশিয়া কাপের প্রস্তুুতি নিতে দুবাইয়ে আইসিসির একাডেমিতে তারা অনুশীলন করছেন। অনুশীলন চলাকালে নামাজের সময় হয়ে যাওয়াতে মাঠে জামাতে নামাজ আদায় করেন তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০