মাঠেই ফিরেই সফল আশরাফুল

0
45

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দিন নিষিদ্ধ থাকার পর মাঠে ফিরেই সফল হয়েছেন মোহাম্মদ আশরাফুল। তবে ব্যাট হাতে নয়, বল হাতেই। টস ফিল্ডিং করতে নামা আশরাফুল প্রথম ওভারই মেডেন নিয়েছেন।

আশরাফুল জাতীয় লিগ দিয়ে মাঠে ফিরলেও বৃষ্টির কারণে প্রথম রাউন্ডে কিছুই করতে পারেননি।

তবে দ্বিতীয় রাউন্ড আজ ঢাকা মেট্রোর হয়ে মাঠে নেমে এরই মধ্যে দুই উইকেট পেয়েছেন তিনি।

খুলনায় রোববার বরিশাল বিভাগের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামে আশরাফুলের দল ঢাকা মেট্রো। ইনিংসের ১২তম ওভারেই আশরাফুলের হাতে বল তুলে দেন অধিনায়ক মার্শাল আইয়ুব। আর বল হাতে শুরুটা করেছেন মেডেন ওভার নিয়ে। আশরাফুলের প্রথম ওভার থেকে কোনো রানই নিতে পারেননি বরিশালের ওপেনার শাহরিয়ার নাফীস।

নিজের অষ্টম ওভারে এসে উইকেটের দেখা পেয়ে যান আশরাফুল। তার বলে শামসুর রহমানকে ক্যাচ দিয়ে আউট হন ফজলে মাহমুদ রাব্বি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি আশরাফুলের ১৬২ নম্বর উইকেট। দ্বিতীয় উইকেটটি নেন শাহরিয়ার নাফিসের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here