স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। বাঁচা-মরার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দিনের একমাত্র ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।
গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলে পাচ্ছে না ডেভিড মিলারকে। চোটের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে ছাড়াই মাঠে নেমেছে প্রোটিয়ারা। মিলারের বদলে মাঠে নামার সুযোগ পান হেইনরিখ ক্লাসেন। এছাড়া কেশব মহারাজকে বসিয়ে তারা এই ম্যাচে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় তাবরাইজ শামসিকে।
এদিকে পাকিস্তানের ফখর জামান ছিটকে যাওয়ায় পাকিস্তান এই ম্যাচে মাঠে নামায় মোহাম্মদ হারিসকে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলেছেন তিনি। দুই ফিফটিতে যেখানে তার রান ৪৪১, স্ট্রাইক রেট ১৩৪.০৪। পাকিস্তানের হয়ে ৪টি ওয়ানডে খেলারও অভিজ্ঞতা আছে তার। বিশ্বকাপ দলে রিজার্ভ হিসেবে ছিলেন ২১ বছর বয়সী হারিস। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে খেলেছিলেন তিনি।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, ওয়েন পারনেল, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০