মাঠের মধ্যেই রোহিত শর্মাকে অশ্রাব্য গালি হার্দিক পান্ডিয়ার

0
5

স্পোর্টস ডেস্ক:: ভারত ও ইংল্যান্ডের শেষ টি-২০ ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাকে ফিল্ডিং অশ্রাব্য গালি দিয়েছেন হার্দিক পান্ডিয়া। স্ট্যাম্পে থাকা মাইক্রোফোনে সেই গালি ছড়িয়ে পড়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

ফিল্ডিং সাজানো নিয়ে ভারতীয় দলের চতুর্থ ওভারে এই ঘটনা ঘটেছে। বোলার হার্দিক পান্ডিয়া একজন ফিল্ডারের ফিল্ডিং পরিবর্তন করতে বলেন। কিন্তুু ওই ফিল্ডার জানান, অধিনায়ক রোহিত শর্মাকে ফিল্ডিং পরিবর্তন করতে না করেছেন জানান। আর এতেই পান্ডিয়া মেজাজ হারিয়ে ফেলেন।

ফিল্ডিংয়ের এই সময়ে হার্দিক পান্ডিয়া অধিনায়ক রোহিত শর্মাকে অশ্রাব্য ভাষায় গালি দেন। যা ধরা পড়ে স্ট্যাম্পে লাগানো মাইক্রোফোনে। একজন সমর্থক পড়ে এই গালির ভিডিও ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর তা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। নেট দুনিয়ায় উঠে সমালোচনার ঝড়। অধিনায়ককে এভাবে গালি দেওয়ায় পান্ডিয়াও পড়েছেন তোপের মুখে।

তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বা হার্দিক পান্ডিয়া কেউই বিষয়টি নিয়ে মুখ খুলেননি। করেননি কোনো মন্তব্য। বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি হোক, তারা সেটাই চান না। আলোচনা-সমালোচনা এখানেই থেমে যাক সেটাই চান তারা।

তিন ম্যাচের টি-২০ সিরিজটি আগেই জিতে নেয় সফরকারী ভারত। সিরিজের শেষ ম্যাচটি জিতলে স্বাগতিক ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতো দলটি। তবে সূর্যকুমার যাদবের সেঞ্চুরিতেও জিততে পারেনি ভারত। প্রথম দুই ম্যাচ হেরে যাওয়া ইংলিশরা শেষ ম্যাচটি জিতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে।

হার্দিক পান্ডিয়া মাঝে মধ্যেই মাঠে ভেজাজ হারিয়ে ফেলেন। এটা নতুন কিছু নয়। এর আগেও তিনি এমন কাণ্ড করেছেন। সবশেষ আইপিএলে গুজরাট লায়ন্সের অধিনায়কের দায়িত্বে থাকা অবস্থায় মোহাম্মদ শামিকে গালি দিয়ে আলোচনায় এসেছিলেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here