মাঠে আতশবাজি, কোপেনহেগেনকে উয়েফার জরিমানা

0
18

স্পোর্টস ডেস্ক: সমর্থকরা মাঠে আতশবাজি প্রদর্শন করায় চ্যাম্পিয়নস লিগের কোপেনহেগেনকে জরিমানা করেছে উয়েফা কর্তৃপক্ষ।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিচেস্টার সিটির বিপক্ষে কোপেনহেগেন সমর্থকরা আতশবাজি প্রদর্শন করেন। ম্যাচটি শুরুর আগেই দলটির সমর্থকরা গ্যালারিতে আতশবাজির মাধ্যমে লাল আলো জ্বালান।

মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নস লিচেস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে মুখোমুখি হয় ডেনিশ চ্যাম্পিয়ন কোপেনহেগেন। তবে সমর্থকদের এমন অপরাধে উয়েফার ধারা ১৬’র (২) অনুযায়ী শাস্তি পেতে হলো গভর্নিবডিকে।

এ ম্যাচে কোপেনহেগেনকে ১-০ গোলে হারায় ক্লাউদিও রানিয়েরির শিষ্যরা। ফলে নিজেদের তিন ম্যাচে তিনটিতেই জিতে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’তে শীর্ষে রইল দলটি। সমান ম্যাচের চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে কোপেনহেগেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here