মাঠে ক্রিকেটারদের নিরাপত্তা, দায়টা কার?

0
13

নিজস্ব প্রতিবেদক: গুলশানে জঙ্গী হামলার পরপরই বাংলাদেশ আসা নিয়ে প্রশ্ন তোলে ইংল্যান্ড ক্রিকেট দল। অনেক বুঝিয়ে শুনিয়ে তাদেরকে অবশেষে বাংলাদেশে আনা গেছে। কিন্তুু ইংল্যান্ড দল বাংলাদেশে অবস্থান কালেই ঘটে ঘটেছে একটি ঘটনা।

বিসিবি আর আইনশৃঙ্খলা বাহিনীর নানা স্তরের নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েছে এক দর্শক। বাঁচা গেছে এখানে মাঠে ঢুকা মেহেদী হাসান শুধুই মাশরাফির এক অন্ধ ভক্ত। অন্য কিছু হলে বাংলাদেশের ক্রিকেটে নেমে আসতো অন্ধকার এক জগত।

মেহেদী যদি মাশরাফির অন্ধ ভক্ত না হয়ে কোন আত্মগাতী জঙ্গী দলের সদস্য হতো তখন পরিস্থিতিটা কোন পর্যায়ে যেতো?

মাশরাফি যদি স্বাভাবিক ভাবে নিয়ে পরিস্থিতি না সামলাতেন তবে কি হতো সেদিন মাঠে? আন্তর্জাতিক ম্যাচ চলাকালে এক দর্শকের মাঠে এমন ঢুকার ঘটনা কোন ভাবেই এড়াতে পারেন না সংশ্লিষ্টরা। যতই মাশরাফির অন্ধ ভক্ত হউক, মাঠে ঢুকার কোন সুযোগ তার নেই।

অথচ এমন একটা ঘটনার পর দায়িত্ব নিচ্ছে না কেউ। বিসিবির প্রধান সিকিউরিটি কর্মকর্তা বলছেন ভিন্ন ভিন্ন কথা।

আন্তর্জাতিক ম্যাচ চলাকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিসিবির জনবলের মান নিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তুু এ ঘটনার দায় কোনোভাবেই নিজেদের কাঁধে নিতে রাজি নন বিসিবির প্রধান নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলী।

পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশপাশি গ্র্যান্ড ষ্ট্যান্ড এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে বিসিবির নিজস্ব নিরাপত্তা ইউনিট? আসলেই কি তারা দায়িত্ব পালন করে থাকে? তা হলে আফগানিস্তান ম্যাচের দিন এমন ঘটনা ঘটলো কি ভাবে?

শের-ই-বাংলা স্টেডিযামের গণমাধ্যমকর্মীরা মোহাম্মদ আলীর কাছে মেহেদির ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি দেখেন ওখানে ওই সময় কে দায়িত্বে ছিলেন? আমাদের নিরাপত্তা কর্মীদের কাজ গেটে। যারা মাঠের নিরপত্তার দায়িত্বে ছিলেন এটা দেখভাল করা  তাদের দায়িত্ব। তবে তারা দায়িত্ব পালনে ব্যর্থ একথা আমি বলবো না। বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে।’

দেখুন অবস্থাটা। মোহাম্মদ আলী বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান। অথচ  প্রধান এই সমন্বয়কই জানেন না, কে বা কারা ওই সময় গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে দায়িত্বে ছিলেন।

এমন ঘটনার পর দায়টা আসলে কে নেবে? মার্ঠে খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্বটা কার?

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here