মাঠে গড়ালো সিলেট টাইগার্স টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট

0
103

নিজস্ব প্রতিবেদক: সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার কর্তৃক আয়োজিত সিলেট টাইগার্স টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। আজ সোমবার সিলেট নগরের এ.এম.এ মুহিত ক্রীড়া কমপ্লেক্সে টুর্ণামেন্টটি শুরু হয়েছে।

প্রথম দিনেই জয় তুলে নিয়েছে ইলেভেন ওয়ারিওয়ার্স ও ড্রিম ইলেভেন।

দিনের প্রথম ম্যাচে ইলেভেন ভাইকিংসকে ৬ উইকেটে হারায় ইলেভেন ওয়ারিওয়ার্স।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ভাইকিংস সংগ্রহ করে ১২৮ রান। দলের পক্ষে  রুহিন সর্বোচ্চ ২১ ও রাসেদ ১৯ রান করেন।

ওয়ারিওয়ার্সের হয়ে রাসেদ ৩টি ও সৌরভ একটি উইকেট লাভ করেন।

১২৯ রানের জবাবে খেলতে নেমে মাত্র ১৪ ওভারেই জয় তুলে নেয় ইলেভেন ওয়ারিওয়ার্স। দলের হয়ে ইয়াকুব সর্বোচ্চ ৪৯ রান ও ওপেনার রুহেল ২৭ রান করেন।

ম্যাচ সেরা হন ইয়াকুব।

দিনের দ্বিতীয় ম্যাচে ড্রিম ইলেভেন ৭০ রানে হারিয়েছে সিলি স্লোগার্সকে।

আগে ব্যাট করে ড্রীম ইলেভেন নির্ধারিত ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে একরাম রাগাত ১৭, ফখরুল ১৬, রাজিব ১৭ রান করেন। পারভেজ ২৮ রান ও সামি ৭ রানে অপরাজিত থাকেন।

১৫৪ রানের জবাবে খেলতে নেমে সিলি স্লোগার্স ৮৩ রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষ নাহিদ সর্বোচ্চ ২২, আজাদ ১৯ ও সাব্বির ৯ রান করেন।

ড্রীম ইলেভেনের হয়ে সামি ৩টি, সুমন ২টি, আনহার ২টি উইকেট লাভ করেন।

এর আগে সকালে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সিলেট বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম মাহমুদ ইমন, বিসিবির জেলা কোচ মারুফ হাসান, সিলেট টাইর্গাসের কোচ তপন মালাকার, তানজীর শাহরিয়ার অলী, তপু আহমদ, শেনাজ আহমদ প্রমুখ।

টুর্ণামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে শীর্ষ অনলাইন স্পোর্টস নিউজ পোর্টাল এসএনপিস্পোর্টস২৪ডটকম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here