মাঠে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন কোহলি-গম্ভীর

0
86

স্পোর্টস ডেস্কঃ আইপিএলে গতরাতে লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ম্যাচজুড়ে ছড়িয়েছে উত্তেজনা। ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি আর লখনৌর মেন্টর গৌতম গম্ভীরের উত্তপ্ত বাক্যবিনিময়ে হয়েছে। লো স্কোরিং লড়াই শেষে অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দেন ভারতের সাবেক ও বর্তমান দুই ক্রিকেটার।

মাঠেই তর্ক বাঁধিয়ে শাস্তি পেলেন কোহলি-গম্ভীর। তাদের ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে। মূলত আইপিএল কোড অব কন্ডাক্টের লেভেল-২ এর অপরাধ করায় এই শাস্তি পেলেন দুজন। তাছাড়া একই তর্কে জড়িয়ে জরিমানা গুণতে হচ্ছে নাভিন উল হককেও। এই আফগান পেসার লেভেল-১ এর অপরাধ করায় তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ঘটনার সূত্রপাত ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটারদের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালীন লখনৌর উইকেট পড়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করছিলেন কোহলি। এসময় লখনৌয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান ব্যাঙ্গালোরের সাবেক এই অধিনায়ক।

ম্যাচ শেষে সব ক্রিকেটার একে অপরের সঙ্গে হাত মেলান। আর তখনই শুরু হয় ঝামেলা। প্রথম নাভিন-কোহলি এবং পরবর্তীতে কোহলি ও গম্ভীর বিতর্কে জড়ান। এ সময় দুই দলের বাকি ক্রিকেটারদের এই ঘটনা নিষ্পত্তির জন্য আসতে দেখা যায়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here