নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় লেগে মালদ্বীপকে হারাল বাংলাদেশ। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে মালেতে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দু’দল। তাতে দুই লেগ মিলিয়ে প্রথম রাউন্ডে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে হাবিয়ের কাবরেরার দল।
মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিতে বসুন্ধরা কিংস অ্যারেনা দর্শকে ছিল পরিপূর্ণ। মাঠে দর্শক আসায় বাংলাদেশ দলের সবাই উজ্জীবিত। ম্যাচে দারুণ খেলা রাকিব বলেন, ‘শেষ ছয় মাস আগে যখন খেলতাম, সেভাবে দর্শক আসতো না। কারণ আমরাও মাঠে ভালো রেজাল্ট দিতে পারতাম না। তবে সর্বশেষ সাফ, কম্বোডিয়া, আফগানিস্তান ম্যাচে ভালো রেজাল্ট করায় এখন অনেক দর্শক মাঠে আসছেন। তারা আসায় আমরা উজ্জীবিত হয়ে আরও ভালো ফুটবল খেলছি। যেভাবে তারা আজ আমাদের সমর্থন দিয়েছে, এটা অবিশ্বাস্য।’
মালদ্বীপের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় লিড পায় বাংলাদেশ। সাদউদ্দিনের বাড়িয়ে দেয়া বল পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তিনি সেখান থেকে রাকিব হোসেনকে বাড়িয়ে দেন কাটব্যাক করে। রাকিব দুর্দান্ত প্লেসিং শটে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ম্যাচের ৩৬ মিনিটে সমতা ফেরায় মালদ্বীপ। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়ে জালে জড়ান ইব্রাহিম হাইসাম।
বিরতির পর বাংলাদেশ আবারও এগিয়ে যায়। ৪৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে সাদ উদ্দিন গোলের উদ্দেশে শট নেন। ঝাঁপিয়ে পড়ে তার শট ঠেকিয়ে দিলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি মালদ্বীপের গোলরক্ষক। সোহেল রানা দখল নেয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। পেয়ে যান ফাহিম। জোরালো শটে জাল কাঁপান এ স্ট্রাইকার। তাতে লিডে ফেরে বাংলাদেশ। আর শেষ পর্যন্ত সেটি ধরে রাখে বেঙ্গল টাইগাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post