মাঠে নামাজ পড়ার জন্য রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ

0
49

স্পোর্টস ডেস্কঃ ধর্মপ্রাণ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান মাঠে নামাজ পড়ার জন্য অভিযুক্ত হয়েছেন ভারতের এক আইনজীবী দ্বারা। আইসিসিতে অভিযোগ করেছেন বিনীত জিন্দাল নামের এক আইনজীবি। তিনি পাকিস্তানের রিজওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন।

যদিও বিষয়টি নিয়ে রিজওয়ান বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে কোনো মন্তব্য করা হয়নি। অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি আইসিসিও। ঘটনাটি ঘটে গত ৬ অক্টোবর পাকিস্তান বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ চলাকালে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সেদিন ম্যাচের মধ্যবিরতিতে মাঠেই নামাজ আদায় করেন রিজওয়ান।

সেই ম্যাচে দারুণ ব্যাটিংয়ে ফিফটি হাঁকান রিজওয়ান। ব্যাট হাতে খেলার ফাঁকে নামাজ আদায় করে নেন তিনি। আর এই নামাজ আদায় নিয়ে আইসিসিতে লম্বা অভিযোগ দিয়েছেন ভারতের আইনজীবি। এই অভিযোগের খবরটি জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। জিও সুপার সেই অভিযোগের একটি অনুলিপিও প্রকাশ করেছে।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের কাছে পাঠানো সে অভিযোগপত্রে ভারতীয় আইনজীবি লিখেছেন, ‘এই অভিযোগ পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে, যিনি নেদারল্যান্ডসের বিপক্ষে চলতি বিশ্বকাপে তার দলের প্রথম ম্যাচে মাঠেই নামাজ পড়েছেন। মাঠে রিজওয়ানের নামাজ পড়াটা অনেক ভারতীয় নাগরিকের কাছে তার ধর্মকে ইচ্ছাকৃতভাবে সামনে তুলে ধরার প্রতীকীচিত্র বলে মনে হয়েছে, যা খেলাধুলার চেতনাবিরোধী।’

অভিযোগনামায় এই আইনজীবী আরও বলেছেন, ‘এ ধরনের কাজ খেলোয়াড়ের মধ্যে ম্যাচের চেতনাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। ম্যাচ খেলার সময় খেলোয়াড়ের মধ্যে যে আদর্শ কাজ করে, সেটাকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। মোহাম্মদ রিজওয়ান ইচ্ছাকৃতভাবে নিজের ধর্মকে যেভাবে উপস্থাপন করেছেন, তাতে তিনি যে বার্তা দিতে চেয়েছেন, সেটি হলো, মুসলিম হিসেবে তিনি খেলাধুলার চেতনাও পেছনে ফেলেছেন। মাঠে রিজওয়ান নিজের ধর্মকে উপস্থাপন করেছেন এবং সংবাদ সম্মেলনে গাজার মানুষদের জয় উৎসর্গ করাটা তাঁর ধর্মীয় ও রাজনৈতিক আদর্শের সত্যায়ন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here