স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড ও ভারতের স্থগিত হওয়া পঞ্চম টেস্ট এজবাস্টনে আগামী ১ জুলাই শুরু হবে। গত বছর ম্যাচটি হওয়ার কথা ছিল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। কিন্তু সে সময় ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়েছিল এই টেস্ট। ভারত শিবিরে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার শঙ্কায় নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত।
এবার নতুন সূচিতে ম্যাচটি মাঠে গড়ানোর আগে বড় ধাক্কা ভারত দলে। অধিনায়ক রোহিত শর্মা করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই। শনিবার করোনা আক্রান্ত হওয়া রোহিত প্রসঙ্গে সংস্থাটি জানায়, ‘শনিবার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করার পরে রোহিত শর্মার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সে এই মুহূর্তে টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন এবং বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।’
রোহিত কাউন্টি ক্লাব লেস্টারশায়ারের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন। গত বৃহস্পতিবার প্রথম ইনিংসে ব্যাট করলেও শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন নি। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে তিনি ২৫ করে আউট হয়ে যান। জানা গেছে ১ জুলাইয়ের আগে করোনা নেগেটিভ হলে খেলতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে।