নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হওয়ার কথা ছিল পূর্বাচলের ‘দ্য বোট’ স্টেডিয়ামটি। যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীক নৌকার আদলে স্টেডিয়ামটি বানানোর কথা ছিল। তবে সরকার পরিবর্তনের পর পুরনো নকশায় স্টেডিয়াম হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
ফারুক মনে করেন, মাঠ বানাতে নৌকা কিংবা স্কয়ার শেপের প্রয়োজন নেই। মাঠ বানাতে যা করা প্রয়োজন সেটাই করতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিসিবি সভাপতি বলেন, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।’
প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্পের অধীনে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামসহ দুটি মাঠ নির্মাণের কথা ছিল। আপাতত স্টেডিয়াম নির্মাণের চিন্তা থেকে সরে এসেছে বিসিবি। তবে মাঠ প্রস্তুত করে খেলার উপযোগী করাতেই মনোযোগ ফারুক আহমেদের, ‘প্রধান ইচ্ছা ছিল মাঠ উন্নত করা। উন্নতি আনতে নতুন মাঠ আমরা করতে পারি কিনা এটা চিন্তা করেছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা এবং পরিকল্পনা ছিল, মাঠ আমরা তারাতাড়ি সম্ভব করা লক্ষ্য।
ফারুক আরও বলেন, ‘আমাদের যে স্টেডিয়াম গুলো সংস্কার করার কথা ছিল তার সাথে এই মাঠ যুক্ত হবে। আমরা স্টেপ বাই স্টেপ যাব, দুইটা মাঠের পরিকল্পনা ছিল আপনারা জানেন। বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল, এই মুহুর্তে এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারব না। প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠ দেখব। এটা প্রধান কাজ। দ্রুত মাঠের কাজ শুরু হবে। এখন অনেক খেলা হচ্ছে এইচপি, মেয়েদের বিভিন্ন খেলার জন্য মাঠের দরকার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০