মাঠ ভালো নয়, সিলেটে ম্যাচ খেলতে চায় না জাতীয় দল!

0
95

নিজস্ব প্রতিবেদক:: আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি মিলেছে অনেক আগেই। কোটি কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামের। অথচ বাংলাদেশ জাতীয় ফুটবল দল সিলেটের মাঠে ম্যাচ খেলতে চায় না।

জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় সিলেট ভেন্যুতে ম্যাচ না দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে জানিয়েছেন। ফলে আগামি ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজের ভেন্যু নিয়ে জঠীলতা তৈরি হয়েছে।

আগামি ৪ ও ৭ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে আফগানিস্তান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে বছর দুই থেকে। সেখানে ম্যাচ খেলার সুযোগ নেই। সিলেটে ম্যাচ দিতে চেয়েছিলো ফেডারেশন। আপত্তি তুললেন ফুটবলাররাই। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক সূত্র।

জানা গেছে, সিনিয়র বেশ কয়েকজন ফুটবলার সিলেট খেলতে অনীহা প্রকাশ করেছেন। ফলে বাফুফে সিলেটে ম্যাচ দিচ্ছে না। আফগানিস্তানের ম্যাচ তাই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দেওয়ার চিন্তা-ভাবনা ফেডারেশনের। এর মধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা চলছে। মিলে গেলে ঢাকায়ই আয়োজন হতে পারে ম্যাচ দু’টি।

জানা গেছে, সিলেটের সুযোগ-সুবিধা ভালো হলে আউট ফিল্ডে সন্তুুষ্ট নন ফুটবলাররা। বৃষ্টি হলে খেলতে কষ্ট হয় তাদের। সেজন্যই বাফুফেকে জানিয়েছেন, তারা সিলেটে খেলতে চান না।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র.ডেস্ক.০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here