মাতামাতি সামলানোর সামর্থ্য না থাকলে, ক্রিকেট খেলতে পারব নাঃ মিঠুন

0
39

নিজস্ব প্রতিবেদকঃ সিরিজ খেলতে ক্যারিবিয়ান দ্বীপে সফর করতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানকার ‘এ’ দলের সাথে সিরিজ খেলবে টাইগাররা। আর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নেতৃত্বে দেখা যাবে মোহাম্মদ মিঠুনকে। পারফর্মেন্সজনিত কারণে জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার, নিজেকে খুঁজে পাওয়ার মিশনে পেয়েছেন নতুন দায়িত্ব।

আর সেই দায়িত্ব নিয়ে বেশ আত্মবিশ্বাসের সুর অধিনায়কের কন্ঠে। বাংলাদেশের দ্বিতীয় সেরা দলের অধিনায়ক হয়ে মিঠুন জানিয়েছেন, তিনি নিজেকে খুঁজে পেয়েছেন। জাতীয় দলে থাকাকালীন বাজে পারফর্মেন্সের কারণে প্রচুর সমালোচনা, ট্রল শুনতে হয়েছে এই ক্রিকেটারকে।

তবুও সবকিছুকে পাশ কাটিয়ে ফিরে আসার মিশনে রয়েছেন। এই প্রসঙ্গে মিঠুনের ভাষ্য ছিল, বাংলাদেশ দলে থাকলে এগুলো নিয়ে মাতামাতি থাকবেই। আর সেটা সামলাতেও হবে তাকে। যদি না পারেন, তাহলে ক্রিকেট খেলা চালিয়ে নিয়ে যেতে পারবেন না। এজন্য মানসিকভাবেও দৃঢ় হতে হবে।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়। এগুলো সামলানোর সামর্থ্য না থাকলে, আমি ক্রিকেট খেলতে পারব না। সেটা সামলানোর মতো মানসিক দৃঢ়তা থাকতে হবে।’

ডানহাতি এই ব্যাটার আরও বলেন, ‘এজন্য আমি যথেষ্ট সময় পেয়েছি। সময় পেয়ে ক্রিকেটে ফিরেছি, ক্রিকেট খেলছি। এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কীভাবে সর্বোচ্চটা দিতে পারি, সেটিতেই আমার পূর্ণ মনোযোগ। আর কোন দিকে কী হচ্ছে, তা আমার ভাববার ব্যাপার না, ভাবিও না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here