স্পোর্টস ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারের পর জরিমানা দিতে হলো বিরাট কোহলিকে। জানা গেছে আইপিএলের নিয়ম ভেঙেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ব্যাটার। ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোহলির জরিমানার বিষয়টি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে তারা বলেছে, ‘আইপিএলের নিয়মের ২.২ ধারাটি ভঙ্গ করেছেন কোহলি। আর নিয়ম ভঙ্গের বিষয়টি স্বীকার করে নিয়েছেন তিনি।’
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে রান পান নি কোহলি। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২২৬ রানের পাহাড় গড়ে মাহেন্দ্র সিং ধোনির দল। জবাব দিতে নেমে শুরুতেই ফিরে যান ব্যাঙ্গালোরের কোহলি। দলীয় ১৫ রানে প্রথম দুই উইকেট হারায় স্বাগতিকরা।
চেন্নাইয়ের ওপেনার ডেভন কনওয়ের সাথে ৮০ রান যোগ করেন শিভাম দুবে। মাত্র ২৭ বলে ৫২ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে পাঁচটি ছক্কা ও দুটি চারের শট। দুবের আউটের পর কোহলি বেশ আগ্রাসী মেজাজে আক্রমণাত্মক ভাবে উদযাপন করেন।
দুবের আউটের পর কোহলির মাত্রা ছাড়ানো উদযাপন করার কারণেই জরিমানা হয়েছে। সাবেক ব্যাঙ্গালোর অধিনায়ক নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাই শুনানির প্রয়োজন হয় নি। এর আগে মাত্রা ছাড়ানো উদযাপন করে জরিমানা গুনতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিনার ঋত্বিক শোকিনকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post