স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৪ সালের আসরের জন্য মিনি নিলাম চলছে দুবাইয়ে। আর সেই মিনি নিলামে ঝড় উঠেছে ক্রিকেটারদের কেনার ক্ষেত্রে। বিশেষ করে অস্বাভাবিক মূল্যে ক্রিকেটারদের দলে ভেড়ানো হচ্ছে। বিদেশিদের মতো চমক দেখাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।
এবার সেই চমকের তালিকায় যুক্ত হলো স্পিঞ্চার জনসনের নাম। এই বাঁহাতি পেস বোলারকে ১০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
বিশ্বকাপের আগে সবশেষ ভারত সফরে ওয়ানডেতে অভিষেক হয়েছে জনসনের। যেখানে বোলিং করে ৬৬ রান খরচ করলেও, কোনো উইকেট পাননি। এছাড়া এর আগে দুটি টি-টোয়েন্টি খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেখানে এক ম্যাচে ৩৩ রানে ২ উইকেট নিলেও, আরেক ম্যাচে ২৯ রান খরচ করে কোনো উইকেট পাননি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ভালো পারফরম্যান্স রয়েছে।
৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে জনসন নিলামে লিখিয়েছিলেন। সেখানে তার জন্য কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস হুমড়ি খেয়ে পড়েছিল। তবে গুজরাট শুরু থেকেই দলে চেয়েছিল তাকে। শেষ পর্যন্ত লড়াইয়ে জয়ীও হয়েছে। তার দল পাওয়ার দিনে অবিক্রিত ছিলেন অ্যাডাম মিলনে, টাইমাল মিলস, কাইল জেমিইসন, ম্যাট হেনরির মতো পেসাররা।
তবে দল পেয়েছেন শ্রীলঙ্কার নুয়ান থুসারা। এই ক্রিকেটারকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে এই নিলামেই সতীর্থ দিলশান মধুশঙ্কা একই দল পেয়েছে। এই দুজনকেই নেওয়ার পেছনে, মুম্বাইয়ের গ্লোবাল ক্রিকেট হেড মাহেলা জয়াবর্ধনের পরিকল্পনা কাজ করেছে। থুসারার জন্য মুম্বাইয়ের সাথে কলকাতা ও ব্যাঙ্গালোর লড়েছিল নিলামে।
এদিকে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসনও। এই পেসারকে পেতে ৫ কোটি রুপি খরচ করেছে দিল্লি ক্যাপিটালস। তাকে পেতে লড়াই চালিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। এছাড়া ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ডেভিড উইলিকে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। দলটি অ্যাশটন টার্নারকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইংলিশ ক্রিকেটার টম কারানকে দলে ভিড়িয়েছে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে। শেরফানে রাদারফোর্ডকে একই ভিত্তিমূল্যে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে অবিক্রিত থেকে গেছেন জিমি নিশাম, কলিন মুনরো, ফিন অ্যালেন, র্যাসি ভ্যান ডার ডুসেন, মাইকেল ব্রেসওয়েল, শাই হোপ, দুশমন্ত চামিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post