স্পোর্টস ডেস্কঃ আগের দিনই আভাস পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। পেস স্বর্গ ব্রিসবেনের গ্যাবায় মাত্র দুই দিনেই শেষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। যেখানে প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা। মাত্র দুই দিনে ৪০ উইকেটের মধ্যে ৩৪টি উইকেট তুলে নিয়েছেন দুই দলের বোলাররা।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র ১৫২ রানে অলআউট হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৯৬ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন কাইল ভেরেইন্নে। এছাড়া ৭০ বলে ৩ বাউন্ডারিতে ৩৮ রান করেন টেম্বা বাভুমা।
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও নাথান লায়ন ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন অধিনায়ক প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২১৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। স্বাগতিকদেরও রান তুলতে কাঠখড় পোহাতে হয়। একপ্রান্ত আগলে রেখে দলকে বাঁচিয়েছেন ট্রেভিস হেড। একাই খেলেন ওয়ানডেসুলভ ৯২ রানের ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি মিস করা সেই ইনিংসটি সাজিয়েছেন ৯৬ বলে ১৩ বাউন্ডারি ও ১ ছক্কায়। এছাড়া ৬৮ বলে ৩ বাউন্ডারিতে ৩৬ রান করেন স্টিভেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা একাই নেন ৪ উইকেট। মার্কো জেনসেন শিকার করেন ৩টি উইকেট। এছাড়া অ্যানরিখ নরকিয়া ২টি ও লুঙ্গি এনগিডি ১টি করে উইকেট লাভ করেন।
৬৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ইনিংসে দলটির অবস্থা আরও নাজুক। দলীয় রান একশও পার করতে পারেনি প্রোটিয়ারা। মাত্র ৯৯ রানে গুঁটিয়ে গেছে ইনিংস। ৮৫ বলে বলে ৬ বাউন্ডারিতে ৩৬ রান করেন খায়া জন্দো, ৬১ বলে ৩ বাউন্ডারিতে ২৯ রান করেন বাভুমা। এর বাইরে কেবল কেশভ মহারাজ ১৬ রান করতে পারেন, আর কেউই ব্যক্তিগত রানের কোটা দুই অঙ্কে স্পর্শ করতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে একাই ৫ উইকেট শিকার করেন অধিনায়ক প্যাট কামিন্স। টেস্টে এই নিয়ে অষ্টমবারের মতো পাঁচ উইকেটের দেখা পেলেন এই তারকা। এছাড়া মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড ২টি করে উইকেট লাভ করেন।
ম্যাচের চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৪ রানের। তবে সেই লক্ষ্য পূরণ করতে গিয়েও বেশ হিমশিম খেতে হয়ে অজিদের। নিজেদের দ্বিতীয় ইনিংসে এই রান তাড়ায় ৪টি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। রাবাদার তোপের মুখে পড়ে একে একে ফিরে যান খাজা, ওয়ার্নার, স্মিথ, হেডরা।
কেউই ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কের বাইরে নিতে পারেননি। সর্বোচ্চ ৬ রান আসে স্মিথের ব্যাট থেকে। ৫ রান করে অপরাজিত থাকেন মার্নাস ল্যাবুশানে। প্রতিপক্ষকে ৩৪ রানের মামুলি লক্ষ্য দিয়ে ১৯ রানই অতিরিক্ত খাত থেকে রীতিমতো উপহার দেয় দক্ষিণ আফ্রিকা। ৭.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।
প্রোটিয়াদের হয়ে একাই ৪টি উইকেট শিকার করেন রাবাদা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা