স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে ভারত ও নিউজিল্যান্ড। রায়পুরে এটি সিরিজ বাঁচানোর লড়াইয়ের ম্যাচ কিউইদের জন্য। তবে সেখানে খুব সুবিধা করতে পারছে না সফরকারীরা। আগে ব্যাট করে ৩৪.৩ ওভারে মাত্র ১০৮ রানে গুঁটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস। ১০৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে একেবারে প্রথম ওভারে ফিন অ্যালেন ফিরে যান ডাক মেরে। মাত্র ১৫ রানেই নেই দলটির পাঁচ উইকেট। প্রথম পাঁচ ব্যাটারের কেউই ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেনি। ষষ্ঠ উইকেটে গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের ব্যাটে ৪১ রানের জুটি পায় দলটি।
এরপর সেটি ভাঙলে মিচেল স্যান্টনারের সাথে সপ্তম উইকেটে ৪৭ রানের জুটি গড়ে দলীয় রান একশ পার করতে সহায়তা করেন ফিলিপস। কিন্তু সেই জুটিও ভাঙলে, আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। দ্রুতই অলআউট হয়ে পড়ে।
দলের পক্ষে সর্বোচ্চ ৫২ বলে ৫ বাউন্ডারিতে ৩৬ রান করেন ফিলিপস। ৩৯ বলে ৩ বাউন্ডারিতে ২৭ রান করেন স্যান্টনার। ৪ বাউন্ডারিতে ৩০ বলে ২২ রান আসে ব্রেসওয়েলের ব্যাট থেকে। এর বাইরে কেউই ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেনি
ভারতের হয়ে মোহাম্মদ শামি শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। হার্দিক পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post