স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের দুই অখ্যাত দেশ স্পেন ও আইল অব ম্যান। এর মধ্যে আইল অব ম্যান নামে দেশ আছে, সেটাই কেউ জানতো না এতদিন! মূলত আইরিশ সাগরে আয়ারল্যান্ড ও ব্রিটিশ দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই অঞ্চলের শাসন করে যুক্তরাজ্য।
স্পেন ও আইল অব ম্যান এবার এসেছে আলোচনায়। দুই দেশের ক্রিকেটকে মানুষ চিনেছে তাদের বিশ্বরেকর্ডের জন্য। স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১০ রানে অল আউট হয়েছে আইল অব ম্যান। যা কিনা আন্তর্জাতিক ও স্বীকৃত ক্রিকেটে সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড।
এর আগে সবশেষ বিগ ব্যাশের আসরে স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র ১৫ রানে অল আউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছিল সিডনি থান্ডার। কিছুদিন না যেতেই, তাদেরকে সেখান থেকে দায়মুক্তি দিল আইল অব ম্যান। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোরের লজ্জা ছিল এতদিন তুরষ্কের। চেক রিপাবলিকের বিপক্ষে মাত্র ২১ রানে অলআউট হয়েছিল দেশটি।
আগে ব্যাট করতে নেমে ৮.৪ ওভারে মাত্র ১০ রানে গুঁটিয়ে যায় আইল অব ম্যানের ইনিংস। দলের পক্ষে সাত জন ব্যাটারই রানের খাতা খুলতে পারেননি। জোসেপ সর্বোচ্চ ৭ বলে ৪ রান করেছেন। স্পেনের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ কামরান ও আতিফ মেহমুদ। বার্নসের শিকার ২টি উইকেট।
এদিকে ১১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র দুই বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্পেন। প্রথমে নো বলে এক রান আসে। এরপর দুই বলে টানা দুই ছক্কা হাঁকান আওয়াইস আহমেদ। ১১৮ বল আর ১০ উইকেট হাতে রেখে বিশাল জয় পায় স্পেন। দুই দলের ৬ ম্যাচের সেই সিরিজে ৫-০ ব্যবধানে জিতেছে স্পেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post