মাত্র ৫৯ রানে অলআউট আফগানিস্তান, রেকর্ড গড়া জয় পাকিস্তানের

0
62

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। আজ হাম্বানটোটায় আফগানদের মাত্র ৫৯ রানে অলআউট করে বাবর আজমের দল। আগে ব্যাট করে পাকিস্তান করে ২০১ রান। জবাব দিতে নেমে হারিস রউফের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৪২ রানের রেকর্ড গড়া জয় পায় তারা।

২০২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তান চতুর্থ ওভারে ৪ রানে হারায় ৩ উইকেট। শুরুর তিন ব্যাটার ডাক মেরে ফিরে যান। ইব্রাহীম জাদরান ও রহমত শাহ রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। শূন্য রানে আউট হয়েছেন হাসমতউল্লাহ শহীদিও।

প্রথম তিন ব্যাটারকে হারিতে বিপাকে পড়া আফগানরা সেখান থেকে আর উঠতে পারেনি। দলের হয়ে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৮ ও আজমতুল্লাহ ওমরজাই ১৬ রানের ইনিংস খেলেন। আর কেউ দশ রানের ঘরে ঢুকতে পারেননি। রশিদ খানও থিতু হতে পারেন নি।

পাকিস্তানের হয়ে হ্যারিস রউফ ৬.২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট। এছাড়া শাহিন আফ্রিদি দুই উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন নাসিম শাহ ও শাদাব খান। দুর্দান্ত এক স্পেলে পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের নায়ক হারিস।

এর আগে ইমাম-উল-হক, শাদাব খান ও ইখতিখার আহমেদের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পেয়েছিল পাকিস্তান। ৯৪ বল মোকাবিলায় ইমাম-উল-হকের ব্যাট থেকে এসেছে ৬১ রান। শাদাব খান ৩৯ ও ইখতিখার আহমেদ ৩০ রান করেন। আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি ও রশিদ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here