স্পোর্টস ডেস্কঃ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এবার টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। বুধবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১৬৮ রানের রেকর্ড গড়া জয় পেয়েছে ভারত। আহমেদাবাদে আগে ব্যাট করে ২৩৪ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। রান তাড়ায় মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায় কিউইরা। ফলে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পান্ডিয়ার দল।
আগে ব্যাট করতে নেমে ২৩৪ রান করে স্বাগতিক ভারত। অপরাজিত থাকা শুভমান গিল ৬৩ বলে করেন ১২৬ রান। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি ছয়ের মার। ইশান কিশান ফিরে যান মাত্র ১ রান করে। এরপর রাহুল ত্রিপাঠিকে নিয়ে ব্যাটিং ঝড় শুরু করেন গিল। ত্রিপাঠি ২০০ স্ট্রাইক রেটে ৪৪ রান করে আউট হন ইশ সোধির বলে। সূর্যকুমার যাদব ১৩ বলে ২৪ রান করেন। গিল সেঞ্চুরি পূর্ণ করেন ৫৪ বলে। রানপ্রসবা ম্যাচে দলপতি হার্দিক পান্ডিয়াও ছিলেন দারুণ ফর্মে। তবে নিজের ইনিংসটিকে খুব বেশি বড় করতে পারেননি তিনি। ৩০ রান করার পর লং অফে উড়িয়ে খেলতে গিয়ে আউট হন ড্যারেল মিচেলের বলে।
জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ড্যারেল মিচেল। বাকিদের মধ্যে মিচেল স্যান্টনার ১৩, মাইকেল ব্রেসওয়েল ৮ ও ফিন অ্যালেন ৩ রান করেন। তিন ব্যাটারই আউট হন শূন্য রানে। প্রথম ওভারেই হার্দিকের শিকার হয়ে ফেরেন ফিন অ্যালেন। দ্বিতীয় ওভারে আর্শদ্বিপের সিংয়ের শিকার হয়ে বিদায় নেন ডেভন কনওয়ে। দুই বল পরই মার্ক চাপম্যানকে উইকেটের পেছনে ক্যাচ বানান আর্শ্বদ্বিপ। তৃতীয় ওভারে হার্দিকের বলে গ্লেন ফিলিপসও বিদায় নিলে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে কিউইরা।
পঞ্চম ওভারে বল করতে এসেই মিচেল ব্রেসওয়েলকে তুলে নেন উমরান মালিক। ২১ রানে অর্ধেক ইনিংস শেষ হয়ে গেলে ম্যাচের উত্তাপই হাওয়া হয়ে যায়। ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনাররা পরে কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। ১৬ রানে ৪ উইকেট নিয়ে ভারতের বোলিং হিরো হার্দিক। টেস্ট খেলুড়ে দুই দেশের টি-টোয়েন্টি ম্যাচে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। আগের রেকর্ড ছিল ভারতেরই। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছিল ১৪৩ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post